যশোরের বাঘারপাড়া উপজেলায় দাদার বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার জামদিয়া ইউনিয়নের বারভাগ গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে শিশুর মা বাঘারপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত দাদা রমজানকে গ্রেপ্তার করেছে। ওই শিশুটি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ।
ভুক্তভোগী শিশুর মা জানান, তারা নড়াইল জেলা শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন। কিছু দিন আগে শ্বশুর রমজান সেখানে বেড়াতে যান। বাড়িতে চলে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়ে আসেন। খেলনা দেওয়ার লোভ দেখিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে দাদা রমজান ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনাটি বাঘারপাড়া থানা পুলিশকে অবহিত করা হয়।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, ধর্ষণের বিষয়টি ওই শিশু তার মাকে জানায়। বৃহস্পতিবার রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আসামি রমজান গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

























