মঙ্গলবার ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপির তিন নেতা বহিষ্কার

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ২৬ জুন ২০২৫

যশোরে বিএনপির তিন নেতা বহিষ্কার

যশোর জেলার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে যশোর জেলা বিএনপি। বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বহিষ্কৃতরা হলেন দেয়াড়া ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক শাহ আলম সাগর, সদস্য আমিন উদ্দীন এবং ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুষ্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


দলীয় সূত্র জানিয়েছে, বহিষ্কৃত নেতারা দীর্ঘদিন ধরে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: