শোষণের শৃঙ্খলে বন্দী বরেন্দ্রর ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পিছিয়ে জীবনমানে
জীবনমানের সব সূচকেই একদম পিছিয়ে রয়েছে বরেন্দ্র অঞ্চল রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বসবাসকারী কমবেশি ১৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, স্যানিটেশনসহ প্রতিটি ক্ষেত্রে সুবিধাবঞ্চিত এখানকার সাঁওতাল, ওরাওঁ, মাহালি, সিংহ, ভূমিজ, রবিদাস ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা। কৃষি কাজে নিম্ন মজুরি এসব উপজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। শিক্ষার হারেও মূলধারার জনগোষ্ঠীর চেয়ে অনেক পেছনে পড়ে আছে। ভাষাগত সমস্যা ও বসতি থেকে দূরবর্তী স্কুল- এসব ক্ষুদ্র-জাতিগোষ্ঠীগুলোর শিশুদের লেখাপড়ার ব্যাপারে প্রধান অন্তরায়। এ ছাড়া উপজাতিদের পাড়াগুলোয় সুপেয় পানির সংকট চলে বছরজুড়ে।