সংযোগ সড়ক না থাকায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর-গঞ্জেরঘাট সড়কে মাথাভাঙ্গা নদীর সেতুটি নির্মাণের পর তিনবছর পেরিয়ে গেলেও চালু হয়নি। প্রায় পৌনে সাত কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। সরেজমিন দেখা যায়, সেতুর মূল কাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক নেই। ফলে এটি আজও ব্যবহারের অযোগ্য অবস্থায় পড়ে আছে।