বিদেশ থেকে আমদানিকৃত সরকারি সার বিসিআইসি ও বিএডিসি গুদামে পৌঁছানোর আগেই খুলনা ও নওয়াপাড়ার বিভিন্ন ঘাট থেকে চলে যাচ্ছে কালোবাজারে। কখনো আমদানিকারক প্রতিষ্ঠান আবার কখনো- ট্রান্সপোর্ট এজেন্সি, ট্রাক চালকসহ স্থানীয় সিন্ডিকেট এই অপকর্ম অবাধে চালিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে সামান্য পরিমাণ সার জব্দ ও জরিমানা হলেও আমদানীকারকরা দায় চাপায় কর্মচারী, পরিবহণ ঠিকাদার ও ট্রাক চালকের ওপর। আর এই সুযোগে অধরা থাকা লাখ লাখ বস্তা সরকারি সার কালোবাজারে বিক্রি করে সিন্ডিকেটগুলো দেদারে বিরাট অঙ্কের টাকার অবৈধ বাণিজ্য করছে।