বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার বিচার দাবি

যশোরে দ্বিতীয় দিনের ব্লকেড কর্মসূচি পালিত

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ১১ জানুয়ারি ২০২৬

যশোরে দ্বিতীয় দিনের ব্লকেড কর্মসূচি পালিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যশোরে দ্বিতীয় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। রোববার শহরের মণিহার চত্বর অবরোধ করে এই কর্মসূচি পালন করে ‘বিপ্লবী ছাত্রজনতা’। এদিন বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত যশোর-খুলনা, যশোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

ব্লকেড কর্মসূচির পূর্বে মানববন্ধনে বিক্ষোভকারীরা বলেন, ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। আর রক্ত দেওয়া হবে না, প্রয়োজনে এবার রক্ত নেওয়া হবে।
অবরোধে নেতৃত্বদানকারী উম্মে সাদিয়া বলেন, অন্তর্বর্তী সরকার কোনো শক্তি অথবা ভারতের দালালি করলে এদেশের জনগণ তাদের মুখে থুথু মারবে। আমরা আর কোনো প্রতিবাদ, প্রতিরোধ চাই না। এবার শুধু প্রতিশোধ হবে। আর কোনো মায়াকান্না চাই না, বিচার চাই। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। 

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। এ সময়, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘ভারতের দাসত্ব চলবে না, চলবে না’, ‘আর দেবো না রক্ত, এবার নেবো রক্ত’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘হাদি থেকে ফেলানী, আমরা কাউকে ভুলিনি’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, মুজিববাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগানে রাজপথ মুখরিত করেন বিক্ষোভকারীরা।

‎এ সময় উপস্থিত ছিলেন- মাহমুদুল হক সোহান, সোহানুর রহমান, আমির হামজা, আরিফুল ইসলাম টিটো, মাহমুদুল্লাহ রিহাদ, আমিনুল হক তামিম, আসিফ সোহান,  আলী সোহেবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে, গত ৯ জানুয়ারি তারা শহরের চাঁচড়া মোড়ে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। 
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: