বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর- ৬ আসন 

৩০ বছর পর বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ, এলাকাজুড়ে উচ্ছ্বাস

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) 

প্রকাশিত: ১৯:১২, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:১৪, ১১ জানুয়ারি ২০২৬

৩০ বছর পর বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ, এলাকাজুড়ে উচ্ছ্বাস

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট-হাকিমপুর-নবাবগঞ্জ-বিরামপুর) আসনে দীর্ঘ ৩০ বছর পর বিএনপি ডা. এ. জেড.এম জাহিদ হোসেনকে একক প্রার্থী মনোনীত করেছে। এতে  নির্বাচনী এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস-উদ্দীপনা। 
বিএনপি রাজনৈতিক সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৩০ বছর নানা রাজনৈতিক মেরুকরণে  এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী থাকতো না। বিএনপির দলীয় রাজনীতির প্রতি তার প্রভাব পড়তো। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বজন গ্রহণযোগ্য, সৎ ও মানবিক মানুষ হিসেবে পরিচিত ডা. এ. জেড.এম জাহিদ হোসেনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে তৃণমূল পর্যায়েও আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রার্থীকে ঘিরে সাধারণ ভোটারদের মাঝেও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী  ‘দৈনিক রানারকে’ বলেন, ‘দীর্ঘ কয়েক যুগ পরে নিজ দলের প্রতীকে ভোট দিতে পারবো; এটা নিশ্চই অন্য রকম আনন্দের। তারপরও আমাদের প্রার্থী বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড.এম জাহিদ হোসেন দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পেশাজীবনেও তিনি একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে অসংখ্য মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অনেক আগে থেকেই মানব সেবার মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অর্জন করেছেন। 
দলের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে নির্বাচনী এলাকায় একজন মানবিক ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত করেছে। আমরা আশা করি, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণ ধানের শীষের প্রার্থীকে ভোট দেবেন। তিনি নির্বাচিত হলে জাতীয় ও স্থানীয় পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি সর্বোচ্চ উন্নয়ন কাজ করতে পারবেন। অবহেলিত মানুষের মুখে হাঁসি ফোটাতে পারবেন। 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাজপুর- ৬ আসনে ডা. এ. জেড.এম জাহিদ হোসেন মনোনীত হওয়ায় নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। এ আসনে বিএনপির একটি শক্ত ভোটব্যাংক রয়েছে, যা দীর্ঘদিন প্রকাশের সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচন হতে পারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, সর্বশেষ ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে দিনাজপুর-৬ থেকে বিএনপি মনোনীত একক প্রার্থী ও সংক্ষিপ্ত মেয়াদে সংসদ সদস্য ছিলেন অধ্যক্ষ আতিউর রহমান। 
 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: