
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে ছুরিকাঘাতে ছেলে নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার পর এ ঘটনা ঘটে। এ সময় পূর্ব-শত্রুতার জেরে ছুরিকাঘাতে ছেলে চঞ্চল গাজী (২৮) নিহত হন। এ সময় তার বাবা মধু গাজী (৫২) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে ওই দ্জুনের সঙ্গে প্রতিবেশী মো. রবিউল (৩৫), বিল্লাল হোসেন (৪০), মো. মাহিম (২৫) ও মো. সাদ্দামের (৪৫) কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে চঞ্চল গাজী মারা যান। আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে কোতয়ালি মডেল মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ