যেন এক শিক্ষক খালিয়া পাবলিক লাইব্রেরি
সবুজ ধানক্ষেত বেষ্টিত নিভৃত একটি গ্রাম খালিয়ার এককোণে জ্ঞানের ছোট্ট একটি বাতিঘর খালিয়া পাবলিক লাইব্রেরি ও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার। পাঠকদের দেওয়া সামান্য আর্থিক সহায়তায় কোনোরকমে টিকে থাকা এই লাইব্রেরিটি এখন পরিণত হয়েছে গ্রামীণ শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে।