‘আমাদের ইতিহাস আমরাই লিখবো, পাশ্চাত্যের চোখে নিজেকে দেখবো না’
এডওয়ার্ড সাঈদের লেখা ‘ওরিয়েন্টালিজম’ বইয়ের ওপর যশোরে অনুষ্ঠিত আলোচনা সভায় কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম বলেছেন, আমাদের ইতিহাস আমরাই লিখবো। পাশ্চাত্যের চোখে নিজেকে দেখবো না আমরা। নজরুলকে আমরা প্রাচ্যের শেলী বলবো না। নজরুলকে বলবো আমাদের নজরুল।