বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫

১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ‘কুইন্স হসপিটালে’ এনআইসিইউ চালু

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৮, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:২৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

যশোরে ‘কুইন্স হসপিটালে’ এনআইসিইউ চালু

যশোরের বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্র কুইন্স হসপিটালে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) কুইন্স হসপিটালের ২০ বছর পূর্তির দিনে এনআইসিইউ সেবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

এদিন হসপিটাল মিলনায়তনে প্রতিষ্ঠানটির উপদেষ্টা অশোক রঞ্জন কাপুড়িয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, মুমূর্ষু নবজাতকদের নিয়ে আর ঢাকায় ছুটতে হবে না। এনআইসিইউ সেবার চালুর কারণে বৃহত্তর যশোরের মানুষ উপকৃত হবে।

কুইন্স হসপিটালের ব্যবস্থাপনা সম্পাদক এএস এম মাহিনুল হক রিয়ন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক, কুইন্স হসপিটালের উপদেষ্টা শেখ আশরাফুর রহমান, সহকারি পরিচালক ডা. আহাম্মেদ বদরুদ্দোজা, এনআইসিইউ ইনচার্জ ডা. মুশফিকুর রহমান প্রমুখ।

কুইন্স কর্তৃপক্ষ জানান, আজ থেকে ২০ বছর আগে মরহুম এ এস এম হাবিবুল হক চুনী'র অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। তাঁর দেখানো পথে হাঁটি হাঁটি পা পা করে কুইন্স হাসপাতাল আজ এই গৌরবময় অবস্থানে এসে পৌঁছেছে। হাসপাতালের ২০ বছর পূর্তির দিনে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ সেবিকাদের তত্ত্বাবধানে চালু হলো এনআইসিইউ সেবা। ইতোমধ্যে অত্যাধুনিক মানের ইনকিউবেটর, ভেন্টিলেটর, মনিটর, পাওয়ার ব্যাকআপসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। ফলে এখন থেকে দিন-রাত ২৪ ঘন্টা এই সেবা চালু রেখে মুমূর্ষু নবজাতকদের সেবা নিশ্চিত করা হবে। 

এ সময় হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এএস এম মাহিনুল হক রিয়ন হসপিটালের সকল চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, শুভানুধ্যায়ী এবং যশোরবাসীর প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: