যশোরের মণিরামপুরে রানা প্রতাপ বৈরাগী নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৫ জানুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা প্রতাপ পাশ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। তিনি একসময় মণিরামপুর, অভয়নগর, খুলনার ফুলতলা এলাকায় চরমপন্থী দলের সদস্য হিসেবে মানুষের কাছে ত্রাস ছিলেন। এছাড়াও নিহত রানা প্রতাপ অভয়নগর উপজেলা শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলোচিত শ্রমিক নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন।
নিহতের প্রতিবেশীরা জানান, রানা প্রতাপের বিরুদ্ধে চরমপন্থী দলের সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। তবে বিগত বেশ কয়েক বছর আগে তিনি এলাকায় ফিরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি মৎস্য ঘের, বরফকল ও বাণিজ্য নগরী নওয়াপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। এছাড়াও তিনি নড়াইল থেকে প্রকাশিত 'বিডি খবর' নামে একটি পত্রিকা প্রকাশনার সাথেও যুক্ত ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে নিজ মালিকানাধীন বরফকলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বত্তরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
মণিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বনেন, হত্যার পেছনে ব্যবসায়ীক দ্বন্দ্ব নাকি পূর্ব শত্রুতা তা উদঘাটন এবং জড়িতদের আটকে তদন্ত শুরু করেছে পুলিশ।


























