ইরান ও ইসরাইল- দুই আঞ্চলিক শক্তি, দুই বিপরীত আদর্শ, দুই বিপরীত শত্রুতা। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর এক সময়ের মিত্রতা রূপ নেয় শত্রুতা ও সংঘাতের ইতিহাসে। এই বৈরিতা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা মুসলিম বিশ্ব এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যেও ব্যাপক প্রভাব ফেলেছে।