মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন সুদের হার কমার প্রত্যাশায় এশিয়ার শেয়ারবাজারে উত্থান

রানার ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫

মার্কিন সুদের হার কমার প্রত্যাশায় এশিয়ার শেয়ারবাজারে উত্থান

ওয়াল স্ট্রিটে টানা রেকর্ড উত্থানকে এগিয়ে নিতে চলতি সপ্তাহে মার্কিন সুদের হার কমানোর ওপর নির্ভর করে ১৬ সেপ্টেম্বর এশিয়ার শেয়ারবাজার আবারও বেড়েছে।  একই সঙ্গে তারা ডোনাল্ড ট্রাম্প ও সি চিনপিংয়ের মধ্যে আলোচনার দিকেও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফেডারেল রিজার্ভের (ফেড) ১৭ সেপ্টেম্বরের নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্ত প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।  বৈঠক শেষে ব্যাংক প্রধান জেরোম পাওয়েলের মন্তব্যও বিশেষভাবে খতিয়ে দেখা হবে। কারণ মার্কিন শ্রমবাজার শ্লথ হচ্ছে এবং মুদ্রাস্ফীতি এখনও লক্ষ্যমাত্রার উপরে রয়ে গেছে।

এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের স্টিফেন ইনেস বলেন, বেকারত্ব ২০২১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং চার বছরের মধ্যে প্রথমবারের মতো চাকরি প্রার্থীর সংখ্যা চাকরির চেয়ে বেশি হয়েছে। এই অনুপাতই ফেডকে বলে দিচ্ছে যে সুদ হার কমানোর পথ খুলে গেছে।

তিনি আরও বলেন, গৃহঋণের কিস্তি কোভিড পূর্ব স্তর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে। বাড়ি কেনার সামর্থ্যের রেকর্ড নিম্নে, ভাড়া বাড়ছে আর এসব এক ধরণের প্রতিক্রিয়া চক্র তৈরি করছে, যা ভোক্তা ব্যয়, মুনাফা, নিয়োগ ও আস্থার ওপর চাপ তৈরি করছে।

এই বৈঠকে ট্রাম্পের মনোনীত এক নতুন সদস্য ফেড বোর্ড অব গভর্র্নস ও নীতি-নির্ধারণী ফেডারেল ওপেন মার্কেট কমিটিতে যোগ দেবেন। হোয়াইট হাউস কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্সের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ১৫ সেপ্টেম্বর রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট অনুমোদন দিয়েছে।

তার নিয়োগ এসেছে এমন সময়ে, যখন প্রেসিডেন্ট ফেডকে সুদের হার কমানোর জন্য চাপ দিচ্ছেন এবং পাওয়েলকে দায়িত্ব পালনে অযোগ্য বলে অভিযোগ করছেন। ওয়াল স্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকের রেকর্ড বৃদ্ধির পর বিশ্ব পুঁজিবাজারে ইতিবাচক মনোভাব এসেছে ।

প্রাথমিক লেনদেনে দীর্ঘ ছুটি শেষে টোকিও’র পুঁজিবাজার বেড়েছে। হংকং, সাংহাই, সিডনি, তাইপে, ম্যানিলা ও জাকার্তার বাজারও উত্থানে ছিল। সিউল রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।  তবে সিঙ্গাপুর ও ওয়েলিংটনে কিছুটা ক্ষতি হয়েছে।
সুদের হার আগামী কয়েক মাস ও সম্ভবত ২০২৬ সাল পর্যন্ত কমতে থাকবে বলে আশা বিনিয়োগকারীদের ডলার দুর্বল করেছে এবং সোনার দাম ৩ হাজার ৬৮৯ ডলারের উপরে পৌঁছেছে।

ট্রাম্প ১৫ সেপ্টেম্বর তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে জানান, তিনি সপ্তাহ শেষে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কথা বলবেন।  এতে বিশ্বের দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে উত্তেজনা আরও কমার আশা দেখা দিয়েছে।

ওয়াশিংটন ও বেইজিং তাদের মধ্যকার টিকটক বিরোধ নিয়ে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছেছে, যা ১৯ সেপ্টেম্বর দুই নেতা চূড়ান্ত করবেন বলে মার্কিন পক্ষ জানিয়েছে। স্পেনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের দ্বিতীয় দিনে এই চুক্তি হয়, যেখানে বাণিজ্য বিরোধও আলোচনা হয়েছে।  ট্রাম্প সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আলোচনাগুলো খুব ভালোভাবেই এগোচ্ছে।

সূত্র: বাসস
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: