মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫

৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খাল বাহিনীর কাছে দেড় মাসে ৫টি অভিযোগ

খোলাডাঙ্গায় আতঙ্কের নাম ‘শিশু শাকিল’, মাফিয়া স্টাইলে মাদকের কারবার

এস এ সিয়াম

প্রকাশিত: ১৮:৩৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

খোলাডাঙ্গায় আতঙ্কের নাম ‘শিশু শাকিল’, মাফিয়া স্টাইলে মাদকের কারবার

যশোর সদরের খোলাডাঙ্গা গাজীপাড়ায় এক মহা আতঙ্কের নাম এখন ‘শিশু শাকিল’। নামের আগে শিশু যুক্ত থাকলেও একাধিক মামলার আসামি শাকিল গাজী একজন যুবক। মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণে রাখতে তার বিরুদ্ধে মাফিয়া স্টাইলে সন্ত্রাসী তৎপরতা চালানোর অভিযোগ রয়েছে অসংখ্য। শাকিলের মাদক কারবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে চালানো হয় অত্যাচার ও নির্যাতন। বাড়িঘরে ও পথেঘাটে চালানো হয় দফায় হামলা ও আক্রমণ। দেওয়া হয় খুন ও জখমের হুমকি।

সম্প্রতি শিশু শাকিলের সন্ত্রাসী বাহিনী শহরতলীর ধর্মতলা মোড়ে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাাদক রেজাউল ইসলাম রনির ওপর সশস্ত্র হামলা চালায়। কিন্তু সেখান থেকে কৌশলে সরে গিয়ে প্রাণে রক্ষা পান তিনি। এ ঘটনায় ওই ছাত্রদল নেতা যশোর কোতয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। 

এজাহারে তিনি উল্লেখ করেন, খোলাডাঙ্গা গাজীপাড়ার শাকিল (২৮), মানিক (৩৫), অন্তর (২৭), বিপ্লব মোল্যা (২৭), অনিক (২০), সম্রাট (২২), টিটো (৪০), লিটন (৪২), শক্তি গাজী (২৮), মাদক সম্রাজ্ঞী  রেখাসহ (৪৫) অজ্ঞাতনামা আরও কয়েকজন চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার ওপর হামলা চালিয়ে আসছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। 

এ ছাড়াও শাকিলের বিরুদ্ধে সেনা-ক্যাম্প, পুলিশ সুপার ও কোতয়ালি থানায় একাধিক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। গত দেড় মাসে শাকিলের বিরুদ্ধে অন্তত ৫টি লিখিত অভিযোগ জমা পড়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে।  

তবে অভিযোগকারীদের দাবি, পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে ‘শিশু শাকিল’। উলটো; সন্ত্রাসী বাহিনী গঠনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। এই মাদক কারবারের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করলে হামলা চালিয়ে দমন করছে শাকিল ও তার লোকজন। 

স্থানীয়রা জানান, শাকিলের গ্রুপে রয়েছে বখে যাওয়া স্থানীয় কিশোর ও তরুণেরা। এসব কিশোর তরুণদের দিয়ে সন্ত্রাসী গ্যাং গড়ে তুলে নির্বিঘ্নে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছে শাকিল। এই গাংয়ের সদস্যরা  সশস্ত্র অবস্থায় অবস্থান করে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের পসরা বসায় এলাকায়। প্রতিদিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে নীল নেশা এই মাদকের কারবার। 

রনি জানান, ২০১৩ সালে ছাত্রদলের জেলা সদস্য থাকাকালে এসব আসামি পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে চিকিৎসা নেন। হামলার সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে ধর্মতলা মোড়ে শিশু শাকিলের নেতৃত্বে আসামিরা বোমা, দা, হাসুয়া, রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর, তার ছোট ভাই মনিরুল ইসলাম রানা (৩২) এবং রানার বন্ধু সুমন (৩২)-এর ওপর হামলার চেষ্টা চালায়। তবে স্থানীয়রা এগিয়ে আসায় তারা প্রাণে রক্ষা পান। যাওয়ার সময় আসামিরা আবারও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এর আগে বিভিন্ন সময়ে স্থানীয় বাসিন্দারা ‘শিশু শাকিল’ ও তার বাহিনী লোকজনের হামলার শিকার হয়ে পুলিশ সুপার, কোতয়ালি থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।  এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দেখবেন। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: