বুধবার ১৫ অক্টোবর ২০২৫
২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও আরেকটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদহে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
জাতীয় থেকে আরও খবর
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন। আমি বলতে চাই উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। তবে ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক ও স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের সাবেক সদস্য অধ্যাপক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অধ্যাপক তোফায়েল আহমেদের শেষনিশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশে সদ্য সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সমর্থকদের বিরুদ্ধে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লি তার পুরো কূটনৈতিক টিমকেই নতুনভাবে সাজাচ্ছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের চারটি সহকারী হাই কমিশন—সবগুলোতেই একযোগে নতুন প্রধান আসছেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন প্রায় ‘সোনার হরিণ’।
ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর (ট্রান্সশিপমেন্ট) সুবিধা বন্ধের ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশের পোশাক খাত। শ্রীলঙ্কার কলম্বো বন্দরকে বিকল্প রুট হিসেবে ব্যবহার এবং দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধির ফলে ইউরোপে রপ্তানি কার্যক্রম এখন চলছে স্বচ্ছন্দে।
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনে গিয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে যানজটে আটকা পড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় আটকা পড়েন তিনি। এরপর গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করেন। পরে বাহাদুরপুর এলাকায় তিনি একটি মোটরসাইকেলে করে বিশ্বরোডের দিকে রওনা হন। সঙ্গে আরেকটি মোটরসাইকেলে ছিলেন উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দীন।
আধুনিক সভ্যতায় দেশ ও জাতির সার্বিক উন্নয়নে সঠিক তথ্য এক বিরাট প্রভাবশালী উপাদান। কারণ একজন নাগরিক সঠিক তথ্য সঠিক সময়ে না পেলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত হওয়া তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর সকল নাগরিকের অংশগ্রহণ ব্যতীত রাষ্ট্রীয় কোন উদ্যোগই চূড়ান্ত লক্ষ্যে উপনীত হতে পারে না। এ মহতী লক্ষ্যটি সামনে রেখে বাংলাদেশে ২০০৯ সনে তথ্য অধিকার আইন প্রবর্তিত হয়।
টেকসই রূপান্তরের জন্য পর্যটন- স্লোগানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে যশোরে দুই দিনব্যাপী বাঁওড় পর্যটন উৎসব হয়েছে। শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ের মুক্ত মঞ্চে রাজগঞ্জ পর্যটন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রনমি অলিম্পিয়াডের চতুর্থ আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল এতে অংশগ্রহন করে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনও হুমকির মুখে পড়বে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে তিনি এ ভাষণ দেন।
dainikrunneronline
সর্বশেষ
জনপ্রিয়
শীর্ষ সংবাদ: