
মেক্সিকোর আটলাকোমুলকো শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১০ জনের। একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রেন একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দিলে বাসটি মাঝ বরাবর দুইভাগে বিভক্ত হয়ে যায়। আহত হয়েছেন আরও অন্তত ৪১ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে, রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের একটি শিল্পাঞ্চল এলাকায়। নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন পুরুষ বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেলের অফিস।
প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বাসটি ট্রেন লাইন অতিক্রমের সময় যানজটে আটকে ছিল। ঠিক তখনই দ্রুতগতির ট্রেনটি বাসের মাঝ বরাবর ধাক্কা দেয়, ফলে বাসটি ছিন্নভিন্ন হয়ে যায়। বাসের একটি অংশ ট্রেনের সঙ্গে বহু দূর টেনে নেওয়া হয়, আর অন্য অংশটি লাইনের পাশে থেমে যায়।
স্থানীয় বাসিন্দা মিগুয়েল সানচেজ বলেন, “আমরা প্রথমে ট্রেনের হুইসেল শুনি, তারপর একটা বিকট শব্দ। পরে বুঝতে পারি, এটা কোনো সাধারণ সংঘর্ষ নয়—একটি বাস ছিল, ভেতরে অনেক মানুষসহ।”
মেক্সিকো রাজ্যের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাজ্য প্রসিকিউটর অফিস। দুর্ঘটনাকবলিত বাসটি “হেরাডুরা দে প্লাতা” নামের একটি পরিবহন কোম্পানির মালিকানাধীন ছিল।
ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অব মেক্সিকো দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তারা জানিয়েছে, তাদের কর্মীরা উপস্থিত রয়েছেন এবং তদন্তে সহায়তা করছেন।
উল্লেখ্য, মেক্সিকোতে লেভেল ক্রসিং বা রেলপথ পারাপারের সময় সৃষ্ট দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে। রেল পরিবহন নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত লেভেল ক্রসিংয়ে ৮০০টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে, যেখানে ২০২০ সালে ছিল ৬০২টি।
গত মাসেও গুয়ানাজুয়াতো রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারান। ২০১৯ সালে কেরেতারো রাজ্যে একই ধরনের ঘটনায় নিহত হন ৯ জন।
সূত্র : স্কাই নিউজ