বাংলা একাডেমিতে কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উদ্যাপিত হয়েছে। শনিবার বিকেলে এ উপলক্ষ্যে একাডেমির শামসুর রাহমান কক্ষে ‘ফয়েজ আলম, তার সৃষ্টিশীল পথরেখ’ শীর্ষক একটি আলোচনা সভা হয়।
এতে বক্তারা উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ফয়েজ আলমের কবিতা ও প্রবন্ধ সম্পর্কে আলোচনা করেন। বর্তমান প্রজন্মকে বেশি বেশি ফয়েজ আলমকে পড়ার উপর গুরুত্বারোপ করেন তারা।
জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমান, কবি জোহরা পারুল, রিসি দলাই, কবি ইকতিজা আহসান, দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ, কবি খলিল মজিদ প্রমুখ।


























