যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও কার্যকর কৌশল নির্ধারণে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের তত্ত্বাবধায়নে উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’ সভাটির আয়োজন করে।
জ্যেষ্ঠ শিক্ষক কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন। সভায় অতিথি ছিলেন- জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের সদস্য ও কে এমএসএস প্রোগ্রাম ম্যানেজার জাকিয়া সুলতানা।
সভায় বক্তারা বলেন, মানব পাচার একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, বরং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং নারী নেত্রীদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাজেটে মানব পাচার প্রতিরোধ খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা সভা পরিচালনা করেন উজ্জ্বল কুমার পাল। সঞ্চালনা করেন প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর দীপঙ্কর মন্ডল।


























