বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব সমাপ্ত

যশোরে পাঁচ শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ১২ জানুয়ারি ২০২৬

যশোরে পাঁচ শতাধিক রোগীর মাঝে ফল বিতরণ

যুগ-নায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উৎসব উপলক্ষ্যে যশোরে হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের উদ্যোগে দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিন সোমবার সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি সব বিভাগের রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়

ফল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ তিনি জানান, প্রতিবছরের ন্যায় বছরও হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে সাড়ে পাঁচশত প্যাকেট ফল বিতরণ করা হয়েছে

সময় উপস্থিত ছিলেন আরএমও উম্মে হাবিবা, সিনিয়র কনসালটেন্ট (চক্ষু) হিমাদ্রী শেখ সরকার, ডাক্তার মনিকা মোহন্ত, ইলা রাণী মণ্ডল, রেডিওলোজিস্ট মৃত্যুঞ্জয় রায়, যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের সহ সম্পাদক স্বামী আত্মবিভানন্দ প্রমুখ

উল্লেখ্য, ১৮৬৩ খ্রিষ্টাব্দে মকর সংক্রান্তি তিথিতে ভারতের উত্তর কলকাতার সিমলা অঞ্চলে নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক কায়স্থ পরিবারে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন ১৯০২ সালের জুলাই এই মহান পুরুষ হাওড়ার বেলুড় মঠে মৃত্যুবরণ করেন

তার জন্মতিথি উপলক্ষ্যে যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের উদ্যোগে ১০ জানুয়ারি দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয় ওই দিন ভোরে মঙ্গলারতির পর বেদমন্ত্র পাঠ প্রার্থনা, বিশেষ পূজা, হোম পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে উৎসব শুরু হয় উপলক্ষ্যে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ যশোরের পরিচালনায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিদ্যালয় মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেস্বামী অক্ষরানন্দ আমেনা খাতুন বৃত্তিপ্রদান এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এছাড়াস্বামী বিবেকানন্দের জীবন আদর্শশীর্ষক আলোচনাসভা ভক্তিমূলক সংগীতানুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ করা হয়

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: