বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে তদন্তে ভারতীয় পুলিশ!

রানার ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩, ১২ জানুয়ারি ২০২৬

সিলেট থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে তদন্তে ভারতীয় পুলিশ!

বাংলাদেশ থেকে উড়ে গেছে বলে ধারণা করা একটি বড় আকারের গ্যাস বেলুন রোববার (১১ জানুয়ারি) উদ্ধার করা হয়েছে আসামের কাছার জেলা থেকে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং এ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানায় স্থানীয় গণমাধ্যম।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেলুনটিতে বাংলাদেশের সিলেট জেলার গিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম লেখা ছিল। বেলুনটি কাছার জেলার বরখোলা এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘অস্বাভাবিকভাবে বড়’ ওই বেলুনটি একটি কৃষিজমিতে নেমে আসে, যা সঙ্গে সঙ্গে সবার নজরে আসে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসীরা প্রথমে ভিলেজ ডিফেন্স পার্টিকে (ভিডিপি) অবহিত করেন, যারা পরে পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাছার জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসও সেখানে যান। পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থলে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে যায়। 

পুলিশ জানায়, বেলুনটিতে বিদ্যালয়ের নাম ছাড়াও তিনজন ব্যক্তির ছবি এবং বাংলায় লেখা কিছু তথ্য ছিল।

আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে কীভাবে বেলুনটি আসামে পৌঁছাল এবং এর সঙ্গে কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না – তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: