বুধবার ১৪ জানুয়ারি ২০২৬

৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ‘দৈনিক নতুন সকালের বার্তার’ প্রকাশনা উদ্বোধন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১১ জানুয়ারি ২০২৬

যশোরে ‘দৈনিক নতুন সকালের বার্তার’ প্রকাশনা উদ্বোধন

যশোরে ‘দৈনিক নতুন সকালের বার্তা’ নামে একটি পত্রিকার প্রকাশনা উদ্বোধন হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন- আকিজ গ্রুপের চেয়ারম্যান ও আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। এদিন উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের মাধ্যমে পত্রিকাটির যাত্রা সূচনা করা হয়।
পত্রিকাটির প্রকাশক তৈয়েবুর রহমান জাহাঙ্গীর’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা ও পত্রিকাটির পরিচালনা পর্যদের সদস্য মতিয়ার রহমান।

পত্রিকাটির বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব। শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান সজল, জেলা সাংবাদিকক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি শহীদ জয়, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান প্রমুখ। এতে সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সত্য তুলে ধরাই হওয়া উচিত একটি পত্রিকার প্রধান লক্ষ্য। দৈনিক নতুন সকালের বার্তা সেই লক্ষ্য নিয়েই পথচলা শুরু করেছে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা শেষে যশোর আমিনীয়া আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুনঃ

শীর্ষ সংবাদ: