বুধবার ০২ জুলাই ২০২৫

১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মামলায় আটক ১

সংবাদদাতা, সাতক্ষীরা

প্রকাশিত: ১৭:৫৩, ১ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৫৪, ১ জুলাই ২০২৫

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, মামলায় আটক ১

সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের বহু আকাঙ্খিত একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটের ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সকল কর্মসূচি আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম। এতে অংশ নেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক ই এলাহী, মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, এসএ টিভির শাহিন গোলদার, যুমনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর ফিরোজ, দৈনিক কালবেলার গাজী ফরহাদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আবুল কাসেম বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের আকাঙ্খা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য ভোট। এ লক্ষ্যে ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলমান। এ ছাড়া সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত একটি গঠণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রেসক্লাবের কতিপয় সদস্য গঠণতন্ত্রের ধার না ধেরে একটি মনগড়া কমিটি গঠন করে সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত অঘোষিতভাবে বন্ধ করেছে। সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশের আগেই রাস্তায় লাঠি, রড, হাতুড়িসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হায়েনার মতো ঝাপিয়ে পড়ে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, সাধারণ সদস্য আমিনুর রহমান,ইদ্রিস আলীসহ ২০ জনেরও বেশি সাংবাদিক গুরুতর আহত হন। 

এদিকে, বিকেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। এ ছাড়া জেলা প্রশাসনের আহ¦ানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভার সিদ্ধান্ত হয়। এর  প্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সকল আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়।

অন্যদিকে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের দায়ের করা মামলায় পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে শহর থেকে গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানিয়েছেন, মামলার অন্যদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: