মঙ্গলবার ০১ জুলাই ২০২৫

১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

য‌শো‌রে ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন ভব‌নের কা‌র্নিস ভে‌ঙে নিহত ৩

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৩:৩০, ১ জুলাই ২০২৫

আপডেট: ১৩:৩০, ১ জুলাই ২০২৫

য‌শো‌রে ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন ভব‌নের  কা‌র্নিস ভে‌ঙে নিহত ৩

যশোর শহ‌রের সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। 

জানা  গে‌ছে,  বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্চিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫) আরো কয়েকজন শ্রমিক। 

হঠাৎ ক‌রে বেলা সাড়ে ১১ টার দি‌কে ছয় তলার কার্নিশ ভেঙে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। য‌শোর জেনারেল হাসপাতালের জরু‌রি বিভা‌গের চিকিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন।

ঘটনাস্থ‌লে ছু‌টে যাওয়া স্থানীয়  বা‌সিন্দা যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ সাংবা‌দিক‌দের জানান, বিল্ডিংটি খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজপড়ুয়ারা, পথচারিরা ছিল আত‌ঙ্কে। আর আজ সকালে ঘটে গেল এই চরম দুর্ঘটনা। 

জানা গে‌ছে,  ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। 

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে । 

শেয়ার করুনঃ

সর্বশেষ

শীর্ষ সংবাদ: