
ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির আহ্বায়কের পদ ছাড়লেন রাশেদ খান। একইসাথে তিনি এনসিপিসহ দলটির ছাত্র বা যুব সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা না রাখার কথা জানিয়েছেন।
সোমবার দিবাগত রাত দুইটা চার মিনিটে নিজের ফেসবুক ওয়ালে তিনি একটি স্ট্যাটাস লিখে এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে রাশেদ লেখেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোর জেলার 'আহ্বায়ক' পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি; এবং একই সাথে NCP ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
গভীর রাতে তার এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়েছেন। তবে রাশেদের নিকটজনরা জানতেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান রাজনীতির ধারা তার মোটেই পছন্দ হচ্ছিল না।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে ওঠার আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ছিলেন। আন্দোলনের শুরু থেকে তিনি যশোর জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
আন্দোলন চলাকালে রাশেদ নিজ হাতে অসংখ্য পোস্টার-ফেস্টুন তৈরি করেন। ৫ আগস্ট-পরবর্তী তার তত্ত্বাবধানে যশোর শহরের দেয়ালগুলোতে বহু সংখ্যক গ্রাফিতি আঁকা হয়।