
ছবি : সংগৃহীত
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে হোটেল কক্ষ থেকে ৪০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার দুপুর ৩টা ১৫ মিনিটে সাতক্ষীরা শহরের সংগীতা সিনেমা হলের মোড় সংলগ্ন আবুল কাশেম সড়কের পাশের হোটেল আল-কাশেম ইন্টারন্যাশনালের ৬ষ্ঠ তলার ৬০৬ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার বাগমুছা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রাব্বি ইসলাম (২৫) এবং তার স্ত্রী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের মহসিন গাজীর মেয়ে সাথী সুলতানা (২১)।
পুলিশ জানায়, আটক দম্পতির কাছ থেকে মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাব্বির কাছ থেকে ৩০০ পিস এবং সাথীর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে সাতক্ষীরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, জেলায় মাদক নিমূর্লে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। কোথাও মাদকের গন্ধ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।