
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আপন দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মৃত ইছাহক আলীর ছেলে আক্তারুজ্জামান (৫০) ও আলম হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে গবাদি পশুর জন্য বিদ্যুতিক মেশিনে বিচালি কাটছিলেন আক্তারুজ্জামান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। তার ভাই আলম হোসেন তাকে বাঁচতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।