
যশোরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সামনে আরো একটি বড় আন্দোলন হতে যাচ্ছে বাংলাদেশে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সেই আন্দোলনে মাঠে নামতে হবে আমাদের। এনসিপির’ও কেউ যদি সেই কাজ করে তাহলে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হবে। সুতরাং সাবধান হয়ে যান।
দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার শহরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় খেজুরগাছ ভাস্কর্যের নিচে পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যশোরে একটি বড় হাসপাতাল আছে। কিন্তু সেখানে করোনারি কেয়ার ইউনিট ও আইসিইউ ইউনিট থাকলেও পূর্ণাঙ্গ না। উন্নত চিকিৎসার জন্য এখনো খুলনা ও ঢাকায় ছুটতে হয়। কিন্তু গণঅভ্যুত্থানের পর যে নতুন রাজনীতির সূচনা হয়েছে, সেই রাজনীতি যশোরেই উন্নত চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের সুযোগ সৃষ্টি করবে। তিনি আরো বলেন, যশোরের সীমান্ত দিয়ে বড় ধরনের চোরাচালান হয়। গণঅভ্যুত্থানের শক্তিকে এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
নাহিদ বলেন, একটি দল বলে যে, তাদের লাখ লাখ কোটি কোটি মানুষ আছে। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদী জামানায় তারা কতজন লোক নিয়ে আন্দোলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মাত্র ১০ জন দাঁড়িয়ে আন্দোলন শুরু করেছিলাম। এরপর আবাবিল পাখির মতো হাজার হাজার লাখ লাখ মানুষ যুক্ত হয়েছিলেন সেই আন্দোলনে।
নাহিদ আরো বলেন, আমরা ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ও সমাজ গড়তে চাই। যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে। আর সেরকম রাষ্ট্র ও সমাজ গড়তে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ঘোষণা দিয়েছিলাম; ফ্যাসিবাদ নির্মূল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ার মধ্য দিয়ে সমান অধিকারের সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করবো আমরা।
তিনি আরো বলেন, ৫৩ বছরে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়া করাতে হবে আমাদের। আমরা চাই পুলিশ ও আমলারা নিরপেক্ষ থাকবেন; কোনো দলের অনুসারী হবেন না। মেধার ভিত্তিতে পদ ও পদোন্নতী পাবেন। আমরা চাই সেনাবাহিনী প্রতিরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। গুমের মতো ঘটনায় আর কখনো জড়িত হবে না।
নাহিদ বলেন, দলীয়করণ করে নির্বাচন কমিশনকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। যেটি নতুন করে গঠন করতে হবে। বিচার ও সংস্কার ছাড়াই নির্বাচন যারা চায়, তারাই নির্বাচন নিয়ে যড়যন্ত্র করছে।
পথসভা সঞ্চালনা করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ। উপস্থিত ছিলেন, দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের সংগঠক সাকিব শারিয়ার, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ প্রমুখ।