
যশোরের শার্শায় পরকীয়া সম্পর্ক ধরা পড়ার পর মানসিক চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে এক যুবক মারা গেছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করিম (৩২) নামে ওই যুবক শার্শা উপজেলার বাগআঁচড়া থানার সাতমাইল মোল্লাপাড়া গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল করিমের। সোমবার সকাল ৭টার দিকে ওই নারীর সাথে থাকা অবস্থায় ধরা পড়েন করিম। এ ঘটনায় স্থানীয়ভাবে শালিস বসে। শালিশের পরপরই ক্ষোভে ও মানসিক চাপে করিম গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে করিম মারা যান।