বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫০, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:৫৪, ২০ আগস্ট ২০২৫

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫

যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা নোয়াপাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের তিনজন আহত হন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। 
একটি পক্ষের আহতরা হলেন, ইসমাইল হোসেন (৩৮), তার ভাই ইসরাইল হোসেন (৩০) ও ইসমাইলের স্ত্রী মনিরা খাতুন (২৫)। অপর পক্ষের মধ্যে রয়েছেন আশিকুল (৩৫) ও তার স্ত্রী আন্না (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার দিন সকালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। হাসপাতালটির কতর্ব্যরত চিকিৎসকের জানার আহতরা আশঙ্কামুক্ত।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: