
যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা নোয়াপাড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের তিনজন আহত হন। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
একটি পক্ষের আহতরা হলেন, ইসমাইল হোসেন (৩৮), তার ভাই ইসরাইল হোসেন (৩০) ও ইসমাইলের স্ত্রী মনিরা খাতুন (২৫)। অপর পক্ষের মধ্যে রয়েছেন আশিকুল (৩৫) ও তার স্ত্রী আন্না (২৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার দিন সকালে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন। হাসপাতালটির কতর্ব্যরত চিকিৎসকের জানার আহতরা আশঙ্কামুক্ত।