বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৬, ১৮ আগস্ট ২০২৫

চৌগাছায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে পার্টনার ফিল্ড স্কুলের উদ্বোধন হয়েছে। সোমবার সকাল স্কুলটির উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আন্তর্জাতিক সংস্থা সিমিট এর যৌথ উদ্যোগে ফিল্ড স্কুলটি গড়ে তোলা হয়েছে। স্কুলের উদ্বোধন উপলক্ষ্যে এদিন সকাল ১০ টায় বাড়ীয়ালী যুব পাঠাগার মিলনায়তনে একটি আলোচনা সভা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসাইন ও মিজানুর রহমান। অতিরিক্ত কৃষি কর্মকর্তা সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক  মোশাররফ হোসেন ও সিমিট বাংলাদেশ’র আঞ্চলিক সমন্বয়কারী জাকারিয়া হাসান। এ ছাড়াও বক্তব্য রাখেন এ জে এম উবাইদুল্লহ, ইমদাদুল হক, শামিম খান, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মেহেরুন নেছা, হারুন অর রশিদ, জুবায়ের হোসেন, উবাঈদুল হুসাইন আল্ সামি প্রমুখ। 

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, যন্ত্রের উত্তম ব্যবহার, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের মতবিনিময় সভা কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।  
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: