বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ

প্রতিনিধি, মেল্লাহাট (বাগেরহাট) 

প্রকাশিত: ১৭:৫৭, ২০ আগস্ট ২০২৫

মোল্লাহাটে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ

বাগেরহাট মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দারিয়ালা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত ব্যক্তির নাম তানভির সিকদার। তিনি দারিয়ালা গ্রামের জাহিদুল ইসলাম সিকদারের ছেলে।  তার মাথায় গুরুতর জখম হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০টি সেলাই দিতে হয়েছে তার মাথায়। 

অভিযোগ সূত্রে জানা গেছে, ফুটবল খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। 
গুরুতর আহত অবস্থায় তানভির সিকদারকে প্রথমে স্থানীয় মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার পরিবার। অভিযোগে ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও  আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় আসামির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি ফজলুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: