
যশোরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার এসব কর্মসূচি পালিত হয়। এদিন সকাল ৯টায় ডিসি অফিস চত্বর র্যালি বের হয়। যশোরের ডেপুটি কমিশনারের (ডিসি) নেতৃত্বে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালির পর ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা সরদার রফিকুল আলম সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, ডেপুটি কমিশনারের (ডিসি) আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম গোলদার ও সাবেক সভাপতি সাইফুজ্জামান মজু। সভা শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে যশোর পৌর পার্কের জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়।