বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন 

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ২০ আগস্ট ২০২৫

আপডেট: ২০:১৫, ২০ আগস্ট ২০২৫

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন 

উপদেষ্টা ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বুধবার যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক ও ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি) পরিদর্শন করেছেন। তিনি নতুন ডেটা সেন্টারের নকশা, সাইট পরিদর্শন ও অপারেশনাল মান উন্নয়ন নিয়ে নির্দেশনা দেন এবং আশা প্রকাশ করেন, আগামী ছয় মাসের মধ্যে সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়িত হবে।

পরিদর্শনের সময় তিনি  সফটওয়্যার টেকনোলজি পার্কের সেবা ডট এক্স ওয়াই জেড ও চালডাল ডট কম এর কার্যক্রমও দেখেন। পরবর্তীতে সার্কিট হাউসে বিনিয়োগকারীদের সমস্যাও শুনেন এবং ভাড়া নির্ধারণ ও বকেয়া বিল পরিশোধের শর্তে যৌক্তিক ডিসকাউন্ট দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইটেক পার্কের এমডি একেএম আমিরুল ইসলাম, যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: