
যশোরের কেশবপুরে সোনালী ব্যাংক পিএলসির কৃষি ঋণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) উপজেলার প্রতাপপুর বাজারে ব্যাংকটির কেশবপুর শাখা এ আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের লোন রিকভারী ডিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ আলী আশরাফ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের এক্সটার্নাল অডিট কমপ্লায়েন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ হারুন-আর-রশিদ ও কেশবপুরের মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পলাশ, স্থানীয় প্রতাপপুর নিভা রানী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মমিন এবং প্রতাপপুর দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মোজাহার হোসেন।
সোনালী ব্যাংক পিএলসির যশোরস্থ জেনারেল ম্যানেজার'স অফিসের সাউথ অঞ্চলের ডিজিএম (ইনচার্জ) মোঃ জাকির হোসেন'র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসির যশোরস্থ জেনারেল ম্যানেজার'স অফিসের জিএম মোঃ ইকবাল কবির, এজিএম মোঃ আজিজুল ইসলাম, এজিএম মুন্সী মইদুল হোসেন এবং কেশবপুর শাখা ব্যবস্থাপক সজল কৃষ্ণ পাল। এ সময় বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকটির স্থানীয় শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেশবপুর শাখা ব্যবস্থাপক সজল কৃষ্ণ পাল জানান, মতবিনিময়কালে উদ্ধর্তন কর্মকর্তাদের উপস্থিতে প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা কৃষি ঋণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় গ্রাহকদের মতামত গুরুত্বসহকারে শোনেন এবং নানা ধরণের পরামর্শ দেন। যা আগামীতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে