মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫

১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত মোদকের পরলোক গমন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৪৪, ২৭ জুলাই ২০২৫

কেশবপুরে মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত মোদকের পরলোক গমন

যশোরের কেশবপুর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদক (৮৪) পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে যান।
শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর মৃত্যু হয়। 

রোববার সকালে কেশবপুর শ্রী শ্রী কালীবাড়ি মন্দির এলাকার বাসভবনের সামনে তাঁর মরদেহে গার্ড অব অনার প্রদান করেন স্থানীয় প্রশাসন।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যার পর কেশবপুর পৌরশহরের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে মরদেহ ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়। তাঁর ছোট ছেলে আমেরিকা প্রবাসী অনুপম মোদক দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তিনি ফিরলে সৎকার করা হবে।

বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার মোদক অধ্যাপনা ছাড়াও ব্যক্তিজীবনে কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেশবপুর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলাব্যাপী সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন।

এদিকে, বরেণ্য এ শিক্ষাবিদের মৃত্যু সংবাদ পেয়ে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে বাসভবনে যান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মী, তাঁর সহকর্মী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। তাঁর মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু শোক জ্ঞাপন করেছেন। এছাড়াও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ তাঁর বাসভবনে গিয়ে শোকার্থ পরিবারকে সমবেদনা জানান । 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: