বুধবার ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসে গেছে ঘেরের মাছ

প্রতিনিধি, সাতক্ষীরা 

প্রকাশিত: ২১:০৮, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ২১:১২, ১৫ জুলাই ২০২৫

সাতক্ষীরায় পানির নিচে আউশ, ভেসে গেছে ঘেরের মাছ

সাতক্ষীরা পৌর এলাকাসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক ও মৎস্য চাষিরা। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে এমন পরিস্তিতি হয়েছে।  সোমবার (১৪ জুলাই) ভোর থেকে শুরু হওয়া বর্ষণে পানিতে তলিয়ে গেছে বিল, খাল, পুকুর ও রাস্তাঘাট। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও কৃষক। 

সাতক্ষীরা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সোমবার রাত ১২টা পর্যন্ত জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৪ জুলাই ১২৯ মিলিমিটার।

অফিসটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সাগরে লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে জুলাইজুড়েই বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।

তিনি বলেন, চলমান বর্ষণে সাতক্ষীরায় এখন পর্যন্ত মোট ২৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবারও বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পৌরসভার কামালনগর, রাজারবাগান, গদাইবিল, বদ্দিপুর কলোনি, মুনজিতপুর, কাটিয়া, গড়েরকান্দা, ইটাগাছা সরেজমিনে ঘুরে দেখে গেছে, অধিকাংশ মানুষের বাড়ির উঠানে পানি, অনেক ঘরের মধ্যেও পানি প্রবেশ করেছে। এ ছাড়া সদর উপজেলার আলিপুর, কাশেমপুর, বকচরা, বালিয়াডাঙ্গা, বাবুলিয়াসহ ১৪ ইউনিয়নের এসব অঞ্চলের বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় অনেকেই মাচা বানিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন।

কলাগাছের ভেলায় চলাফেরা করতে দেখা গেছে কিছু পরিবারকে। পানিবন্দি পরিবারগুলোতে রান্নাবান্না বন্ধ রয়েছে। চুলায় আগুন জ্বালানো তো দূরের কথা, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন তারা।

টানা বর্ষণে জেলার আমনের বীজতলা, আউশ ধান ও সবজিক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ভেসে গেছে বহু মাছের ঘের।

সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেখা দিয়েছে চরম জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমরসমান। ফলে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সাতক্ষীরা পৌরসভার কামালনগর এলাকার বাসিন্দা শরিফা বেগম বলেন, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে শ্যামনগর থেকে সাতক্ষীরা শহরে এসে বাস করছি। কিন্তু এখানে এসেও শান্তি নেই, প্রতিবছর বৃষ্টিতে ঘরের মধ্যে পানি ওঠে। আমাদের এলাকা কমপক্ষে ছয় মাস পানিতে ডুবে থাকে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: