বুধবার ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষায় বেকার শ্রমজীবীদের বাড়িতে খাবারসামগ্রী পৌঁছে দিচ্ছেন জীবনগরের ইউএনও

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬:২৫, ১৫ জুলাই ২০২৫

আপডেট: ১৬:২৫, ১৫ জুলাই ২০২৫

বর্ষায় বেকার শ্রমজীবীদের বাড়িতে খাবারসামগ্রী পৌঁছে দিচ্ছেন জীবনগরের ইউএনও

চুয়াডাঙ্গার জীবননগরে বিরামহীন বর্ষায় দুর্ভোগে থাকা শ্রমজীবী, ছিন্নমূল এবং অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।  চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মসলা এসব মানুষদের বাড়িতে গিয়ে নিজে হাতে পৌছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন। এমন বৈরী আবহাওয়ায় বেকার হয়ে পড়া শ্রমজীবী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বর্ষায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণের এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছেন উপজেলা প্রশাসনের ওই শীর্ষ কর্মকর্তা। তার মহতি এমন উদ্যোগ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা চলছে।

স্থানীয় ভ্যান চালক  রায়হান  উদ্দিন তিনি জানান, ইউএনও বিনামূল্যে  খাদ্য  সরবরাহ করছেন। এতে ভীষণ খুশি তারা।  ৬ জনের সংসারের সবাই বেশ কয়দিন ভালোভাবে খেয়ে বাঁচতে পারবেন। তিনি বলেন, বৃষ্টিতে ভ্যান নিয়ে বের হতে পারিনি। তাই আয়-রোজগার বন্ধ। এমন পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হয়েছি।
 রহিমা খাতুন নামে আরেক শ্রমজীবী নারী বলেন,  খাদ্য সামগ্রী দিয়েছে খুবই উপকৃত হয়েছে।  আল্লাহ ইউএনও  আল-আমিনকে ভালো রাখুক।

ইউএনও’র এই উদ্যোগ প্রশংসনীয় বলে দাবি করেছেন আমীর হোসেন নামে এক বাসিন্দা বলেন,  উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। আমরা চাই, প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকুক।

এ বিষয়ে ইউএনও আল আমিন বলেন, যখন দেখছি বিরামহীন বর্ষায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তখনই এই উদ্যোগ গ্রহণ করেছি। যখনই শুনতে পাচ্ছি অসহায় কর্মহীন মানুষ খাদ্য কষ্ট আছে তখনই ছুটে গেছি। মানবিক সাহায্য দিয়ে  পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি।   মূলত দরিদ্র ও অসহায় মানুষদের কথা চিন্তা করেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করেছি। যে কয়দিন বর্ষা থাকবে  আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: