বুধবার ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করাতে ঘুষ নেন দুই প্রশিক্ষক!

দৈনিক রানারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রানার প্র‌তি‌বেদক

প্রকাশিত: ১৯:২৫, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৮, ১৩ জুলাই ২০২৫

দৈনিক রানারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‌দৈনিক রানা‌রের অনলাইন ভার্সনে প্রকাশিত ও মা‌ল্টি‌মি‌ডিয়ায় প্রচা‌রিত 'ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করাতে ঘুষ নেন দুই প্রশিক্ষক!' শীর্ষক প্র‌তি‌বেদ‌নের প্রতিবাদ জানিয়েছেন যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মো. শাহীনুর ও নাজমুল হোসেন নামের দুই প্রশিক্ষক। এক প্রতিবাদ লিপিতে তারা দাবি করেছেন, এক‌টি মহল আমা‌দের পেশাগত-বৃ‌ত্তির ক্ষ‌তি সাধ‌নের উদ্দে‌শ্যে উদ্দেশ্যমূলক ভাবে রি‌পোর্ট‌টির প্রতি‌বেদ‌কের কা‌ছে ভুল ও মিথ্যা ও সরবরাহ ক‌রে‌ছে। যার ভি‌ত্তি‌তে প্রকা‌শিত প্র‌তি‌বেদন বি‌ভিন্ন মহ‌লের গোচরীভূত হওয়ায় আমা‌দের সামা‌জিক মর্যাদা ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে হেয় প্র‌তিপন্ন হ‌তে হ‌চ্ছে। ফলে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: