
চুয়াডাঙ্গার জীবননগরে মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিহাব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিহাব (১৮) জীবননগর পৌর সভার ৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
তিন দিন আগে জীবননগর পৌর এলাকার নতুন তেতুলিয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ার করেন।
ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা অভিযোগ করে বলেন, তিন দিন আগে আমার মেয়ে মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে ওই গ্রামের শিহাবসহ আরও দুজন আমার নাবালিকা মেয়েকে মোটরসাইকেলে করে নিয়ে যায় এবং তাকে একটি দোকান থেকে খাবার কিনে দেয়। পরে ওই তিন জন বিজিবি ক্যাম্পের অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং সেখানে তার সম্মানহানি করে। বিষয়টি যাতে কেউ না জানে সেজন্য তারা আমার মেয়ের গলায় কাচি ধরে এবং তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয়। ভয়ে আমার মেয়ে বাড়ির কাউকে কিছু বলতে চাইনি।
হঠাৎ গত শুক্রবার (১১ জুলাই) মেয়েটি অসুস্থ হলে সে সব কথা বলে দেয়। আমরা আমার মেয়ে এবং পরিবারের সম্মানের দিকে তাকিয়ে বিষয়টি কাউকে না বলে গ্রামের কিছু ব্যক্তিদের কাছে অভিযোগ দিই। তারা ছেলের বিচার না করে উল্টো আমাদেরকে দোষারোপ করতে থাকে।
একপর্যায়ে মেয়েটার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা বলেন এটা পুলিশ কেস আগে থানায় জানান তারপর চিকিৎসা করা হবে।
চিকিৎসকের কথা মতো থানায় এসে বিষয়টি পুলিশকে বললে পুলিশ ওই রাতেই শিহাবকে আটক করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং শিহাবের সঙ্গে থাকা অন্য দুজনের তথ্যও আমরা জানতে চাই।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, নতুন তেতুলিয়া গ্রামে যে ঘটনা ঘটেছে এ ঘটনার সংবাদ শোনা মাত্র পুলিশ শিহাব নামের একজনকে আটক করেছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে থানায়।