
যশোরের অভয়নগরের শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কয়লা রাখার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় আলীপুর দারুল কোরআন মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ ২০০-৩০০ জন স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ী শাহী মসজিদের খতিব রফিকুল ইসলাম হোসাইন, মাদ্রাসার মহতামিম হাফেজ মো. ইকরামুল হোসেন, মাওলানা আ. মতিন, মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করেন, যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন মাদ্রাসা ও আবাসিক এলাকার পাশে কয়লার বিশাল ডাম্প তৈরি করা হয়েছে। কয়লার ধুলোবালি ও কার্বনের কারণে শ্রেণিকক্ষসহ পুরো এলাকা দূষিত হয়ে পড়ছে। এতে কোমলমতি শিশু শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বক্তারা দ্রুত এই কয়লা ডাম্প সরিয়ে নেয়ার দাবি জানিয়ে বলেন, "আমরা চাই শিক্ষার্থী ও এলাকাবাসীকে বাঁচাতে অবিলম্বে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি দেয়া হোক।"
তারা আরো বলেন, এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি বিষয়টি জেনেছি এবং আজ বুধবার কয়লার ড্রাম্পকারীদের অফিসে আসতে বলেছি।