শনিবার ২৬ জুলাই ২০২৫

১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী-ট্রাফিকের যৌথ অভিযান

সংবাদদাতা, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:৫২, ২৪ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৯, ২৪ জুলাই ২০২৫

ঘোড়াঘাটে সড়কে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী-ট্রাফিকের যৌথ অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মিশনমোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই সড়কে চলাচলরত মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার- মাইক্রোবাসসহ বিভিন্ন ধরণের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। 

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, অভিযানকালে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি, হেলমেট না থাকায় ৫টি ও যানবাহনের রেজিস্ট্রশন না থাকায় ১টি মামলা দিয়ে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন, স্থানীয় সেনা ক্যাম্পের মেজর মো. আহাদ ও ক্যাপ্টেন মো. সাফিন এবং ট্রাফিক পুলিশের টিএসআই মো. কালাম। 

সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষে জনসাধারণকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই অভিযান পরিচালনা করা হয়। যা  আগামীতেও অব্যাহত থাকবে

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: