
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ। ওই বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১।
বৃহস্পতিবার দুপুরে উপশহরে অবস্থিত বোর্ডের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডটির চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মত আসমা বেগম। এ বছর যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ । আর মেয়ে ৫৫ হাজার ৭৩২।
পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিতে। শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ ফেল করেছে দুইটি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আবদুল মতিন সহ বের্ডের অন্যান্য কর্মকর্তারা।
বোর্ডের চেয়ারম্যান বলেন, এ বছর মেধার ভিত্ততেই রেজাল্ট দেয়া হয়েছে। এবারে কোন প্রেসার, প্রভাব. নির্দেশনা এমনকি খাতা মূল্যায়নে মার্কিং বা পাশ করাতেই হবে এমন কোন কিছুই ছিল না। এবারে মেধার মূল্যায়ন হয়েছে।