বুধবার ১৬ জুলাই ২০২৫

৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৭:২০, ১০ জুলাই ২০২৫

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ। ওই বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১।

বৃহস্পতিবার দুপুরে উপশহরে অবস্থিত বোর্ডের হল রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডটির চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মত আসমা বেগম। এ বছর যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮৫১ পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ । আর মেয়ে ৫৫ হাজার ৭৩২।

পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিতে। শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ ফেল করেছে দুইটি প্রতিষ্ঠান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আবদুল মতিন সহ বের্ডের অন্যান্য কর্মকর্তারা। 

বোর্ডের চেয়ারম্যান বলেন, এ বছর মেধার ভিত্ততেই রেজাল্ট দেয়া হয়েছে। এবারে কোন প্রেসার, প্রভাব. নির্দেশনা এমনকি খাতা মূল্যায়নে মার্কিং বা পাশ করাতেই হবে এমন কোন কিছুই ছিল না। এবারে মেধার মূল্যায়ন হয়েছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: