শুক্রবার ২২ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠকে ইসি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ২১ আগস্ট ২০২৫

নির্বাচনী রোডম্যাপ নিয়ে বৈঠকে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ ম ম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন না। এদিকে, ইসি সচিব আখতার আহমেদ বর্তমানে প্রবাসীদের ভোটদান কার্যক্রম তদারকি করতে জাপানে রয়েছেন।

এই বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে নির্বাচন কমিশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। 

এদিকে, ইসিও ঘোষণা করেছে যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: