শুক্রবার ১৮ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রতিনিধি, অভয়নগর

প্রকাশিত: ১৮:৫৮, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৫৮, ১৭ জুলাই ২০২৫

অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

যশোরের অভয়নগরে আলোচিত তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া  হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। যশোরের ডিবি পুলিশ প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের  অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য দুইদিন ধরে  অভিযান চালায় ।

 ওই হত্যা মামলার সাথে জড়িত মিন্টু গাজী (৩৬), হাসানুর রহমান (৪০),  বিল্লাল খাঁ (৩৮),  আবু হুরায়রাকে (২৫)  গ্রেপ্তার করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করেন যে, তরিকুল হত্যার কিছুদিন পর আসামি মিন্টু গাজী একটি বিদেশি পিস্তল  হাসানুর রহমানের কাছে রেখে যায়।

এরপর তরিকুল হত্যার মাস্টারমাইন্ড এবং স্থানীয় নেতার নির্দেশে হাসানুর পিস্তলটি অপর  বিল্লালের কাছে হস্তান্তর করে।  বিল্লাল কিছু দিন আগে পিস্তলটি  বুইকারা এলাকার মেহেদী হাসানের কাছে রেখে দেয়।  পরে পুলিশ আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে  অভিযান চালিয়ে  মেহেদী হাসান হৃদয়কে (২৮) গ্রেপ্তার করে।  মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের পর তার বসতবাড়ির শয়ন কক্ষ থেকে আলোচিত তরিকুল হত্যায় ব্যবহৃত একটি সচল বিদেশি পিস্তল (৭.৭৫) ও এক রাউন্ড গুলি(তাজা) উদ্ধার করে। 

আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারদের  আদালতে সোপর্দ করা হয়েছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: