বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা হৃদয় গ্রেপ্তার

প্রতিনিধি, অভয়নগর (যশোর)

প্রকাশিত: ১৯:১৯, ১৬ জুলাই ২০২৫

অভয়নগরে বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা হৃদয় গ্রেপ্তার

যশোরের অভয়নগরের নওয়াপাড়া ড্রাইভার পাড়া নিজ বাড়ি থেকে স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান হৃদয় খানকে অস্ত্রগুলিসহ বুধবার সকালে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। 

যশোর ডিবি পুলিশের ওসি জানান, মনজুরুল হক ভুঁইয়া গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হৃদয় খানকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে মুরগির খুপির ভিতর থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর সাথে আরো তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, ড্রাইভার পাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা ও কলাগাছির মিন্টু। 

উল্লেখ্য, গত ২২মে নওয়াপাড়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সরদারকে ডহর মশিয়াহাটি এলাকায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় তরিকুলের ভাই রফিকুল ইসলাম টুলু বাদী হয়ে অভয়নগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে এজাহারনামীয় তিনজন ও অজ্ঞাত প্রায় ১০জন ইতোমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়