বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবসে ঝিনাইদহে আলোচনা সভা

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:১৬, ১৬ জুলাই ২০২৫

জুলাই শহীদ দিবসে ঝিনাইদহে আলোচনা সভা

জুলাইয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদী শক্তি নির্মূলের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে। বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাষ্ট্রিয়ভাবে দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাকিবের পিতা আবুবকর, শহীদ সাব্বিরের ভাই তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা, সাইদুর রহমান, সাজেদুর রহমান, জামায়াত নেতা আব্দুল আউয়াল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মনজুর মোরশেদ ও ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান।

ডিসি মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, জুলাই বিপ্লবের স্পিটকে বুকে ধারণ করে সম্মিলিতভাবে আমরা ন্যায় ভিত্তিক ও সাম্যের সমাজ গড়ে তুলতে চাই। যারা এই আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগ যাতে বিফলে না যায়। অনুষ্ঠানে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুনঃ

জনপ্রিয়