বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়ীতে দুধর্ষ ডাকাতি

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:৫৬, ১৬ জুলাই ২০২৫

ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়ীতে দুধর্ষ ডাকাতি

দিনাজপুরের ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গত সোমবার (১৪ জুলাই ) দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকায় প্রভাষক হুমায়ন কবির ও আব্দুল বারীর বাড়িতে প্রায় একই সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১৫-১৬ জনের একটি দল ধারালো অস্ত্রসহ দুই দলে বিভক্ত হয়ে ডাকাতি চালায়। প্রথমে আব্দুল বারীর ঘরের জানালার গ্রিল কেটে ৭/৮ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। আব্দুল বারী ও তার স্ত্রী শারমীন আক্তার হাসিনার হাতমুখ বেঁধে আলমামিরর তালা ভেঙে প্রায় ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালকারসহ নগদ ১০ হাজার টাকা। 

অপর দিকে একই সময়ে প্রভাষক হুমায়ন কবিরের ঘরের জানালার গ্রিল কেটে ৭/৮ জন ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাতমুখ বেধে রেখে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। 
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, দক্ষিণ দেবীপুর, নুরপুর ও রাণীগঞ্জ বাজারের আশেপাশের এলাকায় সম্প্রতি মাদক, জুয়া ও ক্যাসিনো আসক্তি বেড়ে যাওয়ায় এরকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যুব সমাজের বিপথগামীতাই এমন ঘটনার পেছনে অন্যতম কারণ বলে তারা মনে করেন। 

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঘোড়াঘাট থানার ওসি  নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকায় প্রভাষক হুমায়ন কবির ও আব্দুল বারীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে করে নিয়ে গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়