
যশোরে দিনভর নানা কর্মসূচিতে প্রথিতযথা সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যার ২৫তম বার্ষিকী পালিত হয়েছে। বুধবার দিবসটি পালন উপলক্ষ্যে বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে কালোব্যাচ ধারণ, শোক র্যালি, শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিন সকালে সাংবাদিকরা কালোব্যাচ ধারণ করেন। এরপর সাংবাদিক নেতৃবৃন্দ কারবালা কবরস্থানে গিয়ে শোক র্যালি করে শহিদ সাংবাদিক শামছুর রহমান কেবলের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি জানান, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের নেতৃবৃন্দ। আরও শ্রদ্ধা জানান দৈনিক রানার, গ্রামের কাগজ, স্পন্দন, অনলাইন নিউজ পোর্টাল রাতদিনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
পরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেইউজে সভাপতি সাজেদ রহমান। বক্তব্য দেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা একরাম উদ-দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, ইউসিবি ব্যাংকের সাবেক বিভাগীয় প্রধান ফকির আকতারুল আলম, জেইউজে সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির প্রমুখ। সভা পরিচালনা করেন জেইউজের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। এছাড়া স্মরণসভার আগে প্রেসক্লাব যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।