
যশোরে রাষ্ট্রীয়ভাবে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এ উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও ডকুমেন্টরি প্রদর্শনের আয়োজন করে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এসব কর্মসূচির শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জুলাই আন্দোলন নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়। ডকুমেন্টরি প্রদর্শনের পর শুরু হয় আলোচনা সভায়।
আলোচনা পর্বে স্মৃতিচারণ করেন শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী ও শহীদ তৌহিদুরের বাবা আব্দুল জব্বার মোল্লা। জুলাই যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতা মনিরুজ্জামান আজাদ ও আন্দোলনে আহত আহাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন যশোরে ডেপুটি কমিশনার আজাহারুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার নুর-এ আলম সিদ্দীকি, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,জামায়াতে ইসলামের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।