বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় প্রধান শিক্ষকের

প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

প্রকাশিত: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৫২, ১৬ জুলাই ২০২৫

ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় প্রধান শিক্ষকের

অবসরে যাওয়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলোকে চাকরি জীবনের শেষ দিনে বিদায় নিয়েছেন সুসজ্জিত ঘোড়ার গাড়ি চড়ে। বুধবার বিকালে ঘোড়ার গাড়িতে করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও সহকর্মীরা বিদায় জানান।

আঞ্জুয়ারা বেগম উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

জানা গেছে, বিদায়ের বেদনাকে স্মৃতিময় করতে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানালেন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী এবং সহকর্মীরা। এর আগে আয়োজন করা হয় আলোচনা সভা ও দেওয়া হয় সম্মাননা।

ঘোড়ার গাড়ি দেখে সারা রাস্তায় পথচারী ও স্থানীয়রা তাকিয়ে ছিলেন। এ দৃশ্য দেখে এলাকাবাসীর বুঝে ফেলেন, শিক্ষার কারিগর প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো আজ বিদায় নিচ্ছেন। তার চাকরি জীবনের ইতি ঘটলো এদিন।

নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিফুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলার সিংড়া ইউনিয়ানের চেয়ারম্যান সাজ্জাত হোসেন প্রমুখ। 

শেয়ার করুনঃ

জনপ্রিয়