
গোপালগঞ্জ সদরে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি তাতে আগুন দিয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার কর্মসূচি রয়েছে। তাদের পদযাত্রা বানচালের জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে।
মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা পদযাত্রায় অংশ নেওয়ার কথা।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, ১৬ জুলাই…মার্চ টু গোপালগঞ্জ।
নাহিদ ইসলাম ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ অন্যরাও গোপালগঞ্জের কর্মসূচি নিয়ে পোস্ট দেন। নাহিদ ইসলামের মতো একই পোস্ট দেন তিনি। নিজের ওই পোস্টের কমেন্টে সারজিস লেখেন, আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১ টায়।
সারজিস আলম অপর এক পোস্টে লেখেন, বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।